এশিয়ান পেইন্টস্ বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে টেফলন সারফেস প্রটেক্টর যুক্ত ইন্টেরিয়র পেইন্ট - রয়্যাল লাক্সারি সিল্ক ইমালশন। আর এর মধ্যে দিয়ে এশিয়ান পেইন্টস্ বাংলাদেশে ঘরের দেয়ালের দাগ প্রতিরোধে ও দীর্ঘস্থায়ীত্বে নতুন মাইলফলক স্থাপন করেছে।
উল্লেখ্য, বাংলাদেশের বাজারে এশিয়ান পেইন্টস্ এর রয়্যাল লাক্সারি সিল্ক ইমালশন-ই একমাত্র টেফলন ট্রেডমার্ক যুক্ত রং।
এশিয়ান পেইন্টস্ ভোক্তাদের হাতে অত্যাধুনিক প্রযুক্তির পেইন্ট তুলে দিতেই রয়্যাল লাক্সারি সিল্ক ইমালশন-এ টেফলন যুক্ত করেছে।টেফলন মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ডু পন্ট-এর প্যাটেন্টকৃত।
টেফলন সারফেস প্রটেক্টর যুক্ত রয়্যাল লাক্সারি সিল্ক ইমালশন দিয়ে ঘরের দেয়াল রং করলে দেয়ালে যতো দাগ-ই পড়–ক তা যেমন সহজেই মুছে ফেলা যায় তেমনি দেয়ালের রং-ও দীর্ঘদিন ভালো থাকে এবং দেয়ালে দেয় রেশমী উজ্বলতা।
তাছাড়া অধিক দাগ প্রতিরোধক ক্ষমতার পাশাপাশি এটি ছত্রাক প্রতিরোধকও। এতে পরিমিত মাত্রায় ভিওসি থাকায় এটি পরিবেশবান্ধব।
টেফলন যুক্ত পণ্য আনা প্রসঙ্গে এশিয়ান পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড-এর হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং জনাব সৌমিত্র রায় বলেন, ভোক্তাদের কাছে অত্যাধুনিক মানের পরিবেশবান্ধব পণ্য ও সেবা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আর তাই আমরা বাংলাদেশের বাজারের জন্য নিয়ে এসেছি টেফলন সারফেস প্রটেক্টর যুক্ত রয়্যাল লাক্সারি সিল্ক ইমালশন। যা ঘরের দেয়ালের দাগ সহজেই মুছে ফেলার পাশাপাশি দীর্ঘদিন সুরক্ষিত রাখবে। আমরা সবসময় চেষ্টা করবো বাংলাদেশের বাজারের জন্য নতুন নতুন উদ্ভাবনী পণ্য নিয়ে আসতে।
উপমহাদেশ তথা বিশ্বের অন্যতম পেইন্টস্ কোম্পানি এশিয়ান পেইন্টস্ ২০০২ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। ২০০৯ সালে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম প্রবর্তিত ‘সুপারব্র্যান্ড’ অ্যাওয়ার্ড অর্জন করে। বর্তমানে বাংলাদেশসহ ১৮টি দেশে এশিয়ান পেইন্টস্ তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। - সংবাদ বিজ্ঞপ্তি
সংবাদটি পঠিতঃ ৯৬৫ বার
আরো খবর
ট্যাগ নিউজ
সর্বশেষ খবর