অনেকের কাছেই চেনা মুখ এমটিভির ডকুমেন্ট – ‘সিক্সটিন অ্যান্ড প্রেগন্যান্ট’ সিরিজের ফারাহ অ্যাব্রাহাম। অনেকেই আবার তাকে পর্ণস্টার পরিচয়েও চেনেন। মজার ব্যাপার হল ২৩ বছর বয়সী এই রিয়্যালিটি স্টার এখন একজন ভালো প্লাস্টিক সার্জন হবার পাঁয়তারা করছেন।
এ পর্যন্ত নানা সময়ে কসমেটিক সার্জারি করার জন্য ফারাহকে ছুরির নিচে যেতে হয়েছে। আর তাই তার মধ্যে এই আমূল পরিবর্তন দেখা গেছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এই ইন্ডাস্ট্রির সবচেয়ে ভালো এবং মন্দ দিকগুলো দেখেছি। এবং আমি সিদ্ধান্ত নিয়েছি ভালো দিকটি বেছে নেয়ার। ডাক্তার হবার পাশাপাশি আমি সকলেরই যন্ত্রণা কমানোর চেষ্টা করতে পারব যা সত্যি অপরিহার্য।
ফারাহ অ্যাব্রাহাম আরও বলেন, সমাজে একজন ডাক্তারের গুরুত্ব অপরিসীম। কারণ তারাই একজন মানুষকে সম্পূর্ণরুপে সুস্থ করে জীবন দান করে থাকেন।
ফারাহ অ্যাব্রাহাম
সংবাদটি পঠিতঃ ৬১ বার
আরো খবর
ট্যাগ নিউজ
সর্বশেষ খবর