২৯ বছর ধরে গোপনে সমকামিতার কাজটি করেছেন তিনি। নিজের সেই পার্টনার ছাড়া আর কেউ জানেন না। এমনকি পরিবারের সদস্যরাও। মন্ত্রী হয়ে এবার জানালেন বিয়ে করতে ২৯ বছরের সেই পার্টনারকে।
ব্রিটেনের স্কুল বিষয়ক মন্ত্রী নিক গিব চলতি বছর তার পার্টনার মাইকেল সিমন্ডসকে বিয়ে করবেন বলে জানিয়েছেন যিনি একজন একটি সংগঠনের নির্বাহী পরিচালক। গত সপ্তাহে গিব তার পরিবারকে জানান, তিনি সমকামী। গিব তার ভাইকে বলেন তিনি যেন তার ৭৯ বছর বয়সী মা কে বিষয়টি বুঝিয়ে বলেন। গিব জানান, আমি চেয়েছিলাম, আমার ভাই যেন মা কে এমনভাবে বুঝিয়ে বলেন যাতে মা কষ্ট না পায়। গত সপ্তাহে রাণী দ্বিতীয় এলিজাবেথ পার্লামেন্টে ভাষণ দেওয়ার আগে আমি মায়ের সঙ্গে রাতের খাবার খেলাম। কফি খাওয়ার সময় মাকে আমার জীবনের ব্যক্তিগত বিষয় তুললাম। আমি জানি, প্রথমবার শুনে হয়তো মা আঘাত পেয়েছিলেন। কিন্তু আমাকে সেটা বুঝতে দেননি। এরপর মা বললেন, তুমি সুখী হলে এতে কোনো সমস্যা নেই। মন্ত্রী গিব জানান, পরিবারের মধ্যে স্নেহ-ভালবাসা থাকলে এরকমই হয়। ৮০ এর দশকে তিনি সমকামিতায় জড়িয়ে পড়েন। তখন পরিস্থিতি ছিল খুবই কঠিন। সূত্র : দ্য গার্ডিয়ান
সংবাদটি পঠিতঃ ৭৩৬ বার
আরো খবর
ট্যাগ নিউজ
সর্বশেষ খবর