প্রভাতী নিউজ রিপোর্টঃ
প্রকাশিতঃ ০৬ মার্চ ২০১৯ ০৯:৫৪:১৯ পূর্বাহ্ন
সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। নিহতের নাম শাকিল আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সয়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ছাত্র।

মঙ্গলবার (৫ মার্চ) দিবাগত রাতে নদ্দা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এ সময় ফারদিন খান নামে একজন আহত হয়েছে। তিনি বর্তমানে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আল হেলাল গণমাধ্যমকে বলেন, ‘রাতে কোনো এক সময় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় ঘটনাস্থলে একজন নিহত ও অপর একজন আহত হন।’

প্রভাতী নিউজ / জি এস


প্রকাশকঃ- মোঃ সাইদুল ইসলাম রেজা

মিরপুর ১০ ,ঢাকা-১২১৬, ইমেইলঃ news.muktobani@gmail.com টেকনিকালঃ 01511 100004, নিউজ রুমঃ 01552 601805