প্রভাতী নিউজ রিপোর্টঃ
প্রকাশিতঃ ০৬ মার্চ ২০১৯ ০৩:২৯:১৩ পূর্বাহ্ন
পিস্তল নিয়ে বিমানবন্দর পার, যা বললেন ইলিয়াস কাঞ্চন

পিস্তল বহন করে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিমানবন্দরের স্ক্যানিং মেশিন পার হওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে।কিছুদিন আগে নকল পিস্তল ঠেকিয়ে বিমান ছিনতাই চেষ্টার ঘটনা ঘটেছে। সেই ঘটনার রেশ না কাটতেই কিভাবে একজন ভিআইপি আসল পিস্তল নিয়ে বিমানবন্দরের কয়েক স্তরের নিরাপত্তা বলয় ভেদ স্ক্যানিং মেশিন পার হয়ে গেলেন সেই আলোচনা এখন মানুষের মুখে মুখে। বিমানবন্দরের গোটা নিরাপত্তা ব্যবস্থা নিয়েই এখন প্রশ্ন উঠেছে।

এদিকে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন পিস্তল নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিং মেশিন পার হওয়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছেন।বলেছেন, বিমানবন্দরের প্রথম স্ক্যানিং মেশিনে আমার ল্যাপটপের ব্যাগটা দিয়ে আমি বডি স্ক্যানিং করে দ্বিতীয় স্ক্যানিং মেশিনের দিকে এগিয়ে যাই। তখন আমার হঠাৎ মনে হয়, ল্যাপটপের ব্যাগে আমার লাইসেন্সকৃত নাইন এমএম পিস্তল আর ১০ রাউন্ড গুলি আছে। সঙ্গে সঙ্গে দ্বিতীয় স্ক্যানিং মেশিনে দায়িত্বরত অফিসারদের বিষয়টি অবহিত করি।

তিনি বলেন, প্রথম স্ক্যানিং মেশিনে পিস্তলটি ধরা না পড়ায় আমি আশ্চর্য হয়েছি। প্রথম মেশিন তাহলে কী স্ক্যান করল? মেশিনে ধরাই পড়ল না আমার ব্যাগে অস্ত্র আছে কিনা?

মঙ্গলবার বিকালে নভোএয়ারের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে চট্টগ্রাম যাওয়ার পথে সঙ্গে আগ্নেয়াস্ত্রটি নিয়ে যান নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

এ সময় অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম গেটের স্ক্যানার মেশিনের নজর এড়িয়ে ৯ এমএম পিস্তল আর ১০ রাউন্ড গুলি ব্যাগসহ বিনা বাধায় স্ক্যানিং মেশিন পার হন তিনি।

এর পর নভোএয়ারের বুকিং কাউন্টারে গিয়ে ইলিয়াস কাঞ্চন জানান, তার সঙ্গে নিয়ে আসা পিস্তলও গুলিভর্তি ব্যাগ স্ক্যানারে ধরা পড়েনি।

আগ্নেয়াস্ত্রটি ভুল করেই বিমানবন্দরে এনেছিলেন জানিয়ে ইলিয়াস কাঞ্চন মঙ্গলবার গণমাধ্যমে বলেন, আমি আসলে ভুল করে পিস্তল সঙ্গে নিয়ে এসেছিলাম। তবে বিষয়টি আমি চেপে যেতে চেয়েছিলাম। কারণ বিমানবন্দরের নিরাপত্তার ত্রুটির বিষয়টি নিয়ে আলোচনা হলে আমাদের দেশের দুর্নাম হবে। পরে অবশ্য নিরাপত্তাকর্মীদের বলতে হয়েছে।

এদিকে এ ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের ৫ কর্মীকে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক। তিনি গণমাধ্যমকে বলেন, পিস্তল সঙ্গে নিয়ে বিমানবন্দরের স্ক্যানিং মেশিন পার হওয়ার ঘটনার তদন্তে নেমেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের নাম এখনই প্রকাশ করতে অপরাগতা প্রকাশ করেছেন তিনি।

গত ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের বিমান ছিনতাইচেষ্টার ঘটনায় খেলনা পিস্তল সঙ্গে নিয়ে বিমানবন্দর পারের ঘটনা তোলপাড় সৃষ্টি করে। এ ঘটনার তদন্ত শেষ না হতেই এবার আসল পিস্তল নিয়ে একজন ভিআইপির বিনা বাধায় স্ক্যানিং মেশিন পার হওয়ার ঘটনা ঘটল।

প্রভাতী নিউজ / জি এস


প্রকাশকঃ- মোঃ সাইদুল ইসলাম রেজা

মিরপুর ১০ ,ঢাকা-১২১৬, ইমেইলঃ news.muktobani@gmail.com টেকনিকালঃ 01511 100004, নিউজ রুমঃ 01552 601805