আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ
প্রকাশিতঃ ০৯ মার্চ ২০১৯ ০৮:৫৯:৫৬ পূর্বাহ্ন
কেশবপুরে শ্বাশুড়ী-বউমা সমাবেশ

কেশবপুরে শ্বাশুড়ী-বউমা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কানাইডাংগা গ্রামের কমিউনিটি ক্লিনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যতিক্রম এই সমাবেশের আয়োজন করে। 

শ্বাশুড়ী-বউমাদের মধ্যে আবহমান কাল থেকে চলা ঝগড়া বিবাদ আর মনোমালিন্য দূর করে এক সাথে মিলেমিশে বসবাস করতে সচেতনতা মূলক শ্বাশুড়ী-বউমা সমাবেশে সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান। অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার শেখ আবু শাহীন, ডাক্তার সৌমেন বিশ্বাস, কানাইডাংগা কমিউনিটি ক্লিনিকের সভাপতি আমিনূর রহমান, বউমা অলোকা বিশ্বাস, বউমা শাহনাজ পারভিন, শ্বাশুড়ী মরিয়ম বেগম প্রমুখ।

পিভাতী নিউজ / জি এস


প্রকাশকঃ- মোঃ সাইদুল ইসলাম রেজা

মিরপুর ১০ ,ঢাকা-১২১৬, ইমেইলঃ news.muktobani@gmail.com টেকনিকালঃ 01511 100004, নিউজ রুমঃ 01552 601805