জেলা প্রতিনিধি, নব আলো
প্রকাশিতঃ ২৪ মার্চ ২০১৯ ০৯:২০:২৩ পূর্বাহ্ন
মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে দন্ড দিলেন আদালত 

নব আলো : মাদকাসক্ত ছেলে নেশার জন্য প্রায়ই মায়ের কাছে টাকা চাইতো। টাকা দিতে অস্বীকার করলে মা-বোনের ওপর চড়াও হতো। অতিষ্ঠ হয়ে পড়ে পরিবারের সদস্যরা। একপর্যায় আইনের আশ্রয় নিতে বাধ্য হন মা। 

মায়ের দায়ের করা অভিযোগে মাদকাসক্ত ছেলে মো. কায়সার আহমেদকে (২২) নয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নীলফামারীর সৈয়দপুরে ৫ মার্চ রাতে এ ঘটনা ঘটে। মাদকাসক্ত ওই ছেলেকে পরে জেলহাজতে পাঠানো হয়। 

দণ্ডপ্রাপ্ত কায়সার সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ার অফিসার্স কলোনির মৃত আকবর আলীর ছেলে। শহরের বিমানবন্দর সড়কের একটি মোটরসাইকেল গ্যারেজে কর্মচারী হিসেবে কাজ করতো কায়সার। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকাসক্ত কায়সার নেশার টাকার জন্য প্রায়ই মায়ের কাছে টাকা চাইতেন। টাকা দিতে অস্বীকার করলে তিনি মা-বোনের ওপর চড়াও হতেন। ছেলের এমন আচরণে অতিষ্ঠ হয়ে তাঁর মা গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি অভিযোগ দাখিল করেন। 


প্রকাশকঃ- মোঃ সাইদুল ইসলাম রেজা

মিরপুর ১০ ,ঢাকা-১২১৬, ইমেইলঃ news.muktobani@gmail.com টেকনিকালঃ 01511 100004, নিউজ রুমঃ 01552 601805