স্টাফ রিপোর্টার, নব আলো
প্রকাশিতঃ ২৮ মার্চ ২০১৯ ০২:২৪:৫৪ পূর্বাহ্ন
মানবতাবিরোধী অপরাধে মজিদ মাওলানাসহ ৫ আসামির ফাঁসি 

নব আলো : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনার পূর্বধলার শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মাওলানাসহ পলাতক পাঁচ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন মানবতাবিরোধী আন্তর্জাতিক ট্রাইবুন্যাল। 

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ফাঁসির অপর চার আসামি হলেন, মো. আব্দুল খালেক তালুকদার, মো. কবির খান, আব্দুস সালাম বেগ ও নুরউদ্দিন।

আসামির পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী গাজী এম এইচ তামিম এবং প্রসিকিউটর ছিলেন মোখলেছুর রহমান বাদল। 

সকাল ১০টা ৫০ মিনিটে ২৪০ পৃষ্ঠার এ রায় পড়া শুরু হয়। বুধবার একই বেঞ্চ রায় ঘোষণার জন্য আজকের দিন ঠিক করেন।

এর আগে গত ২৮ জানুয়ারি এ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রেখেছিলেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন মুন্নি। আর আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী গাজী এম এইচ তামিম।

আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়।

এই মামলার মোট আসামি ছিলেন সাতজন। এর মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা যান আহাম্মদ আলী (৭৮)। আর মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় মারা যান আরেক আসামি আব্দুর রহমান।


প্রকাশকঃ- মোঃ সাইদুল ইসলাম রেজা

মিরপুর ১০ ,ঢাকা-১২১৬, ইমেইলঃ news.muktobani@gmail.com টেকনিকালঃ 01511 100004, নিউজ রুমঃ 01552 601805