জেলা প্রতিনিধি, নব আলো
প্রকাশিতঃ ০৬ এপ্রিল ২০১৯ ১১:১৬:১৭ পূর্বাহ্ন
বেপরোয়া চালানোয় যাত্রীবাহী নৈশকোচ উল্টে খাদে, ৫ জন নিহত 

গাইবান্ধা : যাত্রীবাহী নৈশকোচ উল্টে খাদে পড়ে পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নারী ও শিশুসহ এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে। 

গাইবান্ধা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামানের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবিকে জানান, শনিবার ভোররাতের দিকে উপজেলার কালীতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে বলে  

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন রংপুরের মিঠাপুকুরের রিয়াজ উদ্দিন, লালমনিরহাটের পাটগ্রামের মাহাবুল ইসলাম এবং টাঙ্গাইল জেলার সুনীল কুমার।

পুলিশ জানায়, শুক্রবার  রাতে ঢাকা থেকে রওনা দেওয়া বরকত ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস কালীতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। সে সময় বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে পাঁচজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

 গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দায়িত্বরত চিকিৎসক রবিউল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে ৩ জনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৯ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির কারনেই চালক নিয়ন্ত্রণ হারায় এবং বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়।


প্রকাশকঃ- মোঃ সাইদুল ইসলাম রেজা

মিরপুর ১০ ,ঢাকা-১২১৬, ইমেইলঃ news.muktobani@gmail.com টেকনিকালঃ 01511 100004, নিউজ রুমঃ 01552 601805