স্টাফ রিপোর্টার
প্রকাশিতঃ ০৪ জানুয়ারী ২০২৩ ০৫:০৫:৫৫ পূর্বাহ্ন
দায়িত্ব পেলে কী করতেন সাকিব ?

বিপিএলের নতুন মৌসুমের পর্দা উঠবে শুক্রবার থেকে। তার আগে বুধবার (৪ জানুয়ারি) বিপিএলকে মোটামুটি ধুয়ে দিলেন সাকিব আল হাসান। ফরচুন বরিশালের এই অধিনায়ক গালফ অয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আজ এক দিনের জন্য প্রতিষ্ঠানটির সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) হয়ে অফিসে বসেছিলেন এই তারকা অলরাউন্ডার। 

প্রাতিষ্ঠানিক বিভিন্ন কথার পর উঠেছিল বিপিএলের প্রসঙ্গ। সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল বিপিএল আয়োজনের দায়িত্ব পেলে কী করবেন? সাকিবের সোজাসাপটা উত্তর, ‘আমাকে যদি সিইওর দায়িত্ব দেওয়া হয়, আমার বেশি দিন লাগবে না। সব ঠিক করতে সর্বোচ্চ এক থেকে দুই মাস লাগবে।’


দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিপিএলকে ঢাকা প্রিমিয়ার লিগের সঙ্গে তুলনা করতেও নারাজ সাকিব। প্রিমিয়ার লিগের চেয়েও বিপিএলকে পিছিয়ে রাখছেন, ‘একটা যা-তা অবস্থা। এর থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আরও ভালোভাবে হয়। কারণ, আগে থেকেই দল গোছাতে পারে।

আরও আগে থেকে জানে যে দলটা কী হচ্ছে এবং তারা সেভাবে প্রস্তুতি নিতে পারে।’ সাকিব মনে করেন বিপিএল বাজারজাতের জায়গা থেকে বড় ব্যর্থতা। দেশে ক্রিকেটের জনপ্রিয়তার উদাহরণ টেনে সাকিব বলেছেন, ‘গ্রামের এমন কোনো প্রত্যন্ত অঞ্চল দেখবেন না, যেখানে ক্রিকেট খেলা হচ্ছে না। এমন তো না যে জনপ্রিয়তা নেই। ১৬-২০ কোটি মানুষের একটা দেশে এত পছন্দের একটা খেলা, তার বাজারটা থাকবে না, এটা খুবই দুঃখজনক। মানে আমি অন্তত বিশ্বাস করি না।’


প্রকাশকঃ- মোঃ সাইদুল ইসলাম রেজা

মিরপুর ১০ ,ঢাকা-১২১৬, ইমেইলঃ news.muktobani@gmail.com টেকনিকালঃ 01511 100004, নিউজ রুমঃ 01552 601805