স্টাফ রিপোর্টার
প্রকাশিতঃ ২৩ মে ২০২৩ ০৯:৪৩:৩৪ পূর্বাহ্ন
ফেসবুককে ১২০ কোটি ডলার জরিমানা

ইউরোপের ব্যবহারকারীদের তথ্য যুক্তরাষ্ট্রের কাছে স্থানান্তরের দায়ে ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটাকে ১ দশমিক ২ বিলিয়ন ডলার (১২০ কোটি ডলার) জরিমানা করেছে আয়ারল্যান্ডের নিয়ন্ত্রক সংস্থা- ডিপিসি। ইউরোপীয় ইউনিয়নের সাধারণ ডেটা সুরক্ষা নিয়ন্ত্রণ গোপনীয়তা আইনের অধীনে আরোপিত সবচেয়ে বড় জরিমানা হতে যাচ্ছে এটি।

ইইউ’র আইনে বলা আছে, ইউরোপের বাইরে তথ্য স্থানান্তরের আগে অবশ্যই ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তবে মেটা যে প্রক্রিয়ায় তথ্য স্থানান্তরিত করেছে, তাতে ওই আইনের স্পষ্ট লঙ্ঘন হয়েছে।


এই সিদ্ধান্তকে ‘অযৌক্তিক এবং অপ্রয়োজনীয়’ বর্ণনা করে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে মেটা।  


এই সিদ্ধান্ত যুক্তরাজ্যের ফেসবুকে প্রভাব ফেলবে না।

সূত্র: বিবিসি


প্রকাশকঃ- মোঃ সাইদুল ইসলাম রেজা

মিরপুর ১০ ,ঢাকা-১২১৬, ইমেইলঃ news.muktobani@gmail.com টেকনিকালঃ 01511 100004, নিউজ রুমঃ 01552 601805