এখন খবর ডেস্ক
প্রকাশিতঃ ২১ আগস্ট ২০২৩ ০৪:৫৩:৪৫ পূর্বাহ্ন
পশ্চিমতীরে দুই ইসরাইলি  নিহত

অধিকৃত পশ্চিমতীরের নাবলুসে সন্দেহভাজন এক ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে দুই ইসরাইলি নিহত হয়েছে।

ইসরাইলের অ্যাম্বুলেন্স সেবা জানিয়েছে, ৬০ বছর বয়সী এক ব্যক্তি এবং তার ২৯ বছর বয়সী ছেলেকে ফিলিস্তিনি গ্রাম হুয়ারায় গুলি করা হয়।

ইসরাইলি সেনাবাহিনীর আরবি মাধ্যমের মুখপাত্র আভিচায় আদরাঈ ওই দুই ব্যক্তি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


ইসরাইলের প্রধানমন্ত্রী বিষয়টির নিন্দা জানিয়ে বলেছেন, নিরাপত্তা বাহিনী হত্যাকারীদের গ্রেফতারে কার্যক্রম শুরু করেছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, সন্দেহভাজনকে ধরতে ইসরাইলি বাহিনী নাবলুস শহরের প্রধান প্রবেশপথ বন্ধ করে দিয়েছে এবং ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখতে বাধ্য করেছে।

এদিকে, হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল-কানু বলেছেন, ‘আমাদের জনগণকে রক্ষা করার এবং দখলদারিত্বের জবাব দেয়ার প্রতিশ্রুতির ফলাফল এই আক্রমণ।’

সূত্র : আলজাজিরা
 


প্রকাশকঃ- মোঃ সাইদুল ইসলাম রেজা

মিরপুর ১০ ,ঢাকা-১২১৬, ইমেইলঃ news.muktobani@gmail.com টেকনিকালঃ 01511 100004, নিউজ রুমঃ 01552 601805