ব্রেকিং নিউজঃ |
কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া দুই বোন লামিয়া (১০) ও সামিয়া (১২) একই ইউনিয়নের নবীপুর গ্রামের সৌদি প্রবাসী সহিদ মিয়ার মেয়ে।
এলাকাবাসীরা জানায়, নিহত দুই বোন দুই দিন আগে মায়ের সঙ্গে নানা বাড়ি আগানগর ইউনিয়নের মেঘনা তীরবর্তী চরপাড়া গ্রামে বেড়াতে আসে। বিকেলে অন্য শিশুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নামেন লামিয়া ও সামিয়া। একসময় সবার অজান্তে তারা পানিতে তলিয়ে যায়। তারা বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে নদীতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এলাকার স্থানীয় ইউপি সদস্য আবদুল হামিদ বলেন, ঘটনাটি মর্মান্তিক ও হৃদয়বিদারক। মেয়ে দুটির বাবা সৌদি প্রবাসী। ঈদের পর মায়ের সঙ্গে তারা নানা বাড়ি লুন্দিয়া বেড়াতে যায়। এরই মধ্য আজ এমন ঘটনা ঘটল।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রোহানী দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এমন ঘটনা খুবই কষ্টদায়ক।
সংবাদটি পঠিতঃ ১০৭ বার