আর্কাইভ | ঢাকা, সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০, ১৬ রবিউল আউয়াল ১৪৪৫ ০৩:০৬:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ ‘আন্দোলনের বারোটা বাজিয়ে বিএনর পিশোকের মিছিল’ * কোরআন অবমাননা ঠেকাতে ডেনমার্কে নতুন আইন * রোহিঙ্গাদের প্রশ্ন, ন্যায়বিচারের পথ এত কঠিন কেন * গ্রেফতারের পর যে শর্তে ছাড়া পেলেন ট্রাম্প * ‘প্রিগোজিনের মৃত্যু হয়েছে রাশিয়ার বিশ্বাসঘাতকদের কারণে ’ * জেলেনস্কির স্বীকারোক্তি: রুশবিরোধী পাল্টা অভিযান খুবই কঠিন কাজ * ব্রিকসে যোগ দিতে ছয় দেশকে আমন্ত্রণ, ডাক পায়নি বাংলাদেশ * বাংলাদেশে বাইরের হস্তক্ষেপ নিয়ে যা বললেন শি জিনপিং * আন্তর্জাতিক আদালতই কি ইমরান খানের শেষ ভরসা?  * বিএসএফের গুলিতে নিহতের লাশ এলো ৭৮ দিন পর * দেশি পেঁয়াজ শতকের ঘরে  * 'জাতীয় পার্টিতে রওশন নাটক'  * এআই কি মানুষের কাজ কেড়ে নেবে? * বিএনপির মধ্যে অস্থিরতা লক্ষ্য করছি: তথ্যমন্ত্রী * রাশিয়ার সুপারসনিক বোমারু বিমান ধ্বংস করলো ইউক্রেন * পশ্চিমতীরে দুই ইসরাইলি  নিহত * ‘আমেরিকানরা ভালোভাবেই চেন’ * সৌদি সীমান্তে শত শত মানুষকে গুলি করে হত্যা!  * ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা * দুই স্ত্রী যেভাবে ভাগাভাগি' করলো স্বামীকে 
Photo
জাস্ট টাইম ডেস্ক
ঢাকা, প্রকাশিতঃ
১০ আগস্ট ২০২১
০৭:০৫:৩৩ পূর্বাহ্ন
                       

জরায়ুমুখে টিউমার চিকিৎসায় করণীয়


নারীদের প্রজননক্ষম বয়সে জরায়ুতে সবচেয়ে বেশি যে টিউমার হতে দেখা যায় তা হলো ফাইব্রয়েড বা মায়োমা। জরায়ুর পেশীর অতিরিক্ত ও অস্বাভাবিক বৃদ্ধির ফলে এ টিউমারের সৃষ্টি হয়।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডা. দীনা লায়লা হোসেন জানিয়েছেন বিস্তারিত তথ্য ও নানা পরামর্শ।

৩০ বছরের ঊর্ধ্বে নারীদের মধ্যে ২০ শতাংশই এই সমস্যায় আক্রান্ত। ফাইব্রয়েড এক ধরনের নিরীহ টিউমার, এটি ক্যানসার বা বিপজ্জনক কিছু নয়। তবে দুটো সমস্যার কারণে সুচিকিৎসা দরকার। এক. এর ফলে অতিরিক্ত মাসিক ও ব্যথা হওয়া এবং তার জন্য রক্তশূন্যতা হতে পারে। দুই. এটিকে বন্ধ্যাত্বের একটি অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়।

এ টিউমার কোনো ধরনের লক্ষণ প্রকাশ ছাড়াও থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে অন্য কোনো সমস্যা নিয়ে আল্ট্রাসাউন্ড করতে গেলে এটি ধরা পড়ে। টিউমারটির কারণে তলপেটে ব্যথা হয়। এটি আকৃতিতে অনেক বড় হলে অবশ্যই চিকিৎসা প্রয়োজন। সাধারণত ওষুধে চিকিৎসার সুযোগ কম। এরপর আমরা একটি ওষুধ ব্যবহার করি। তবে অবশ্যই রোগীকে আমাদের কাছে আসতে হবে। পরীক্ষা-নিরীক্ষা করতে দেখতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, মাসিক বন্ধ হয়ে গেলে এগুলো একা একাই জরায়ুর সাথে মিশে যায়।

নরমাল ডেলিভারির পর জরায়ু আগের অবস্থানে আসে কি না— একজন জানতে চেয়েছেন। প্রেগনেন্সিতে নারীদের শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। শরীরের সব অঙ্গপ্রতঙ্গে প্রভাব পড়ে। সন্তান প্রসবের পর ধীরে ধীরে জরায়ু জায়গায় ফিরে আসে। কারণ শিশু হওয়ার জন্য জরায়ুমুখ খুলতে হয়। তারপর একটি সময়ে সন্তান প্রসব হবে। এরপর ধীরে ধীরে এটি বন্ধ হয়ে যাবে। অনেক সময় প্রসবের সময় জরায়ুমুখে ফ্যাকচারড হয় এবং থেকে যায়। তবে এতে অন্য কোনো অসুবিধা হবে না।

১৪ কিংবা ৪০ দিনের মাথায় পিরিয়ড হওয়া মানে এটি অনিয়মিত। নববিবাহিতরা অনিয়মিত কিংবা ইমারজেন্মি পিল খেলে এমন সমস্যা দেখা দেয়। তবে সবার আগে জানতে হবে যে কন্ট্রাসেপশন নিচ্ছে, সেটি ঠিকমতো নেওয়া হচ্ছে কি না। নিয়মিত পিল খেতে হবে।

২১, ২৪ ও ২৮ দিনের পিল আছে। সে অনুযায়ী পিল নিতে হবে। যদি গাইনোকোলজিক্যাল ক্যানসার হয়। সেক্ষেত্রে চিকিৎসার (অপারেশন) জন্য গাইনিকোলজিস্টের কাছে যেতে হবে।

সংবাদটি পঠিতঃ ৯৪ বার


ভারপ্রাপ্ত সম্পাদক: ফোরকান হোসেন
উপদেষ্টা সম্পাদক: এডভোকেট আনিসুর রহমান

৪৯/১/এ, পুরানা পল্টন লেন, চতুর্থ তলা, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৫৫২৩৯৯২২৯
ইমেইল: ekhonpress@gmail.com

Design & Developed By IFTI IT