আর্কাইভ | ঢাকা, সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০, ১৬ রবিউল আউয়াল ১৪৪৫ ০১:৩৫:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ ‘আন্দোলনের বারোটা বাজিয়ে বিএনর পিশোকের মিছিল’ * কোরআন অবমাননা ঠেকাতে ডেনমার্কে নতুন আইন * রোহিঙ্গাদের প্রশ্ন, ন্যায়বিচারের পথ এত কঠিন কেন * গ্রেফতারের পর যে শর্তে ছাড়া পেলেন ট্রাম্প * ‘প্রিগোজিনের মৃত্যু হয়েছে রাশিয়ার বিশ্বাসঘাতকদের কারণে ’ * জেলেনস্কির স্বীকারোক্তি: রুশবিরোধী পাল্টা অভিযান খুবই কঠিন কাজ * ব্রিকসে যোগ দিতে ছয় দেশকে আমন্ত্রণ, ডাক পায়নি বাংলাদেশ * বাংলাদেশে বাইরের হস্তক্ষেপ নিয়ে যা বললেন শি জিনপিং * আন্তর্জাতিক আদালতই কি ইমরান খানের শেষ ভরসা?  * বিএসএফের গুলিতে নিহতের লাশ এলো ৭৮ দিন পর * দেশি পেঁয়াজ শতকের ঘরে  * 'জাতীয় পার্টিতে রওশন নাটক'  * এআই কি মানুষের কাজ কেড়ে নেবে? * বিএনপির মধ্যে অস্থিরতা লক্ষ্য করছি: তথ্যমন্ত্রী * রাশিয়ার সুপারসনিক বোমারু বিমান ধ্বংস করলো ইউক্রেন * পশ্চিমতীরে দুই ইসরাইলি  নিহত * ‘আমেরিকানরা ভালোভাবেই চেন’ * সৌদি সীমান্তে শত শত মানুষকে গুলি করে হত্যা!  * ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা * দুই স্ত্রী যেভাবে ভাগাভাগি' করলো স্বামীকে 
Photo
স্টাফ রিপোর্টার
ঢাকা, প্রকাশিতঃ
২১ জুলাই ২০২২
১২:৩৩:৩৪ অপরাহ্ন
                       

ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব শুরু


‘যুব সমাজ মোবাইলে বন্দি হয়ে গেছে। এ থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে খেলাধুলা। আজ ক্র্যাব যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রশংসনীয়। সাংবাদিকদের পেশাগত কাজের পাশাপাশি খেলাধুলায়ও মনোনিবেশ করা জরুরি।’

বুধবার (২০ জুলাই) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে ‘ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এসব কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। বিশেষ অতিথির বক্তব্যে ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা চেষ্টা করছি যুবসমাজকে খেলাধুলায় ব্যস্ত রাখতে। বিভিন্ন সাংবাদিক সংগঠনকেও খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে সহযোগিতা করা হচ্ছে। ভবিষ্যতেও ক্র্যাবের যেকোনো ফেস্টিভ্যালে ওয়ালটন পাশে থাকার চেষ্টা করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

আজকে দাবা খেলা দিয়ে ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল শুরু হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে ফেস্টিভ্যালের উদ্বোধন করেন ডিআইজি হাবিবুর রহমান।

দাবা প্রতিযোগিতা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার কামাল হোসেন তালুকদার চ্যাম্পিয়ন হয়েছেন ও রানার আপ হয়েছেন কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার ওমর ফারুক। এছাড়া তৃতীয় হয়েছেন, ইন্ডিপেন্ডেন্ট এর সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম আজাদ। এবারের দাবা প্রতিযোগিতায় ২০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, ক্র্যাবের সাবেক সভাপতি মধুসূধন মণ্ডল। এসময় ক্র্যাবের সিনিয়র সদস্য ও ডিআরইউর সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাবেক সভাপতি ইসারফ হোসেন ইসা, মিজান মালিক, সাবেক সহসভাপতি আমিনুর রহমান তাজ, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খানসহ ক্র্যাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এবারের ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যালে আরও রয়েছে- ক্যারাম (একক ও দ্বৈত), কল ব্রিজ, অকশন ব্রিজ, শ্যুটিং, কাবাডি, ফুটবল ও ক্রিকেট। এসব ডিসিপ্লিন ও ইভেন্টে ক্র্যাবের প্রায় ৩০০ সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।

ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসবের সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। মিডিয়া পার্টনার হিসেবে আছে এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।

সংবাদটি পঠিতঃ ১১৫ বার


ভারপ্রাপ্ত সম্পাদক: ফোরকান হোসেন
উপদেষ্টা সম্পাদক: এডভোকেট আনিসুর রহমান

৪৯/১/এ, পুরানা পল্টন লেন, চতুর্থ তলা, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৫৫২৩৯৯২২৯
ইমেইল: ekhonpress@gmail.com

Design & Developed By IFTI IT