ব্রেকিং নিউজঃ |
‘যুব সমাজ মোবাইলে বন্দি হয়ে গেছে। এ থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে খেলাধুলা। আজ ক্র্যাব যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রশংসনীয়। সাংবাদিকদের পেশাগত কাজের পাশাপাশি খেলাধুলায়ও মনোনিবেশ করা জরুরি।’
বুধবার (২০ জুলাই) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে ‘ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এসব কথা বলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। বিশেষ অতিথির বক্তব্যে ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা চেষ্টা করছি যুবসমাজকে খেলাধুলায় ব্যস্ত রাখতে। বিভিন্ন সাংবাদিক সংগঠনকেও খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে সহযোগিতা করা হচ্ছে। ভবিষ্যতেও ক্র্যাবের যেকোনো ফেস্টিভ্যালে ওয়ালটন পাশে থাকার চেষ্টা করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
আজকে দাবা খেলা দিয়ে ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল শুরু হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে ফেস্টিভ্যালের উদ্বোধন করেন ডিআইজি হাবিবুর রহমান।
দাবা প্রতিযোগিতা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার কামাল হোসেন তালুকদার চ্যাম্পিয়ন হয়েছেন ও রানার আপ হয়েছেন কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার ওমর ফারুক। এছাড়া তৃতীয় হয়েছেন, ইন্ডিপেন্ডেন্ট এর সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম আজাদ। এবারের দাবা প্রতিযোগিতায় ২০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, ক্র্যাবের সাবেক সভাপতি মধুসূধন মণ্ডল। এসময় ক্র্যাবের সিনিয়র সদস্য ও ডিআরইউর সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাবেক সভাপতি ইসারফ হোসেন ইসা, মিজান মালিক, সাবেক সহসভাপতি আমিনুর রহমান তাজ, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খানসহ ক্র্যাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এবারের ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যালে আরও রয়েছে- ক্যারাম (একক ও দ্বৈত), কল ব্রিজ, অকশন ব্রিজ, শ্যুটিং, কাবাডি, ফুটবল ও ক্রিকেট। এসব ডিসিপ্লিন ও ইভেন্টে ক্র্যাবের প্রায় ৩০০ সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।
ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসবের সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। মিডিয়া পার্টনার হিসেবে আছে এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।
সংবাদটি পঠিতঃ ১১৫ বার