আর্কাইভ | ঢাকা, সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০, ১৬ রবিউল আউয়াল ১৪৪৫ ০৩:১৩:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ ‘আন্দোলনের বারোটা বাজিয়ে বিএনর পিশোকের মিছিল’ * কোরআন অবমাননা ঠেকাতে ডেনমার্কে নতুন আইন * রোহিঙ্গাদের প্রশ্ন, ন্যায়বিচারের পথ এত কঠিন কেন * গ্রেফতারের পর যে শর্তে ছাড়া পেলেন ট্রাম্প * ‘প্রিগোজিনের মৃত্যু হয়েছে রাশিয়ার বিশ্বাসঘাতকদের কারণে ’ * জেলেনস্কির স্বীকারোক্তি: রুশবিরোধী পাল্টা অভিযান খুবই কঠিন কাজ * ব্রিকসে যোগ দিতে ছয় দেশকে আমন্ত্রণ, ডাক পায়নি বাংলাদেশ * বাংলাদেশে বাইরের হস্তক্ষেপ নিয়ে যা বললেন শি জিনপিং * আন্তর্জাতিক আদালতই কি ইমরান খানের শেষ ভরসা?  * বিএসএফের গুলিতে নিহতের লাশ এলো ৭৮ দিন পর * দেশি পেঁয়াজ শতকের ঘরে  * 'জাতীয় পার্টিতে রওশন নাটক'  * এআই কি মানুষের কাজ কেড়ে নেবে? * বিএনপির মধ্যে অস্থিরতা লক্ষ্য করছি: তথ্যমন্ত্রী * রাশিয়ার সুপারসনিক বোমারু বিমান ধ্বংস করলো ইউক্রেন * পশ্চিমতীরে দুই ইসরাইলি  নিহত * ‘আমেরিকানরা ভালোভাবেই চেন’ * সৌদি সীমান্তে শত শত মানুষকে গুলি করে হত্যা!  * ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা * দুই স্ত্রী যেভাবে ভাগাভাগি' করলো স্বামীকে 
Photo
স্টাফ রিপোর্টার
ঢাকা, প্রকাশিতঃ
২৩ আগস্ট ২০২৩
০৪:৩৬:২০ পূর্বাহ্ন
                       

দেশি পেঁয়াজ শতকের ঘরে 


রাজধানীর এলাকাভিত্তিক ছোট ছোট বাজারে ও মহল্লার মুদি দোকানে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এ মানের পেঁয়াজ।

ভারতীয় পেঁয়াজের দামও বেড়েছে অস্বাভাবিক। এ পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা দরে। তবে বড় বাজারগুলোতে এ দরের চেয়ে প্রায় ১০ টাকা কমে বিক্রি হচ্ছে মসলাজাতীয় পণ্যটি।


মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচা, তেজকুনীপাড়া ও নাখালপাড়া এলাকায় দেশি ভালো মানের পেঁয়াজ ৯৫ থেকে ১০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা দরে।

কারওয়ান বাজারে তুলনামূলক কিছুটা কম দরে বিক্রি হয়েছে। এ বাজারে দেশি ভালো মানের পেঁয়াজ ৮০ থেকে ৯০ এবং ভারতীয় ভালো মানের পেঁয়াজ ৬৫ থেকে ৭৫ টাকায় বিক্রি হয়েছে।


সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, এক মাসে দেশি পেঁয়াজের দাম ৩০ ও আমদানি করা পেঁয়াজের দাম ৬১ শতাংশ বেড়েছে। 

তেজকুনীপাড়ার মুদি দোকান জাকির জেনারেল স্টোরের বিক্রয়কর্মী নাইমুল ইসলাম বলেন, দুই দিন আগে হঠাৎ কারওয়ান বাজারে পাইকারিতে দাম বেড়ে গেছে ১৫ টাকার মতো। সেখান থেকে আনতে আমাদের ভ্যান ভাড়া লাগে। এখানকার ক্রেতারা একসঙ্গে ৫ বা ১০ কেজি কেনেন না। এক-দুই কেজি করে কেনেন। ১০০ টাকার কমে বিক্রি করলে পোষায় না।

শনিবার ভারত নিজ দেশে দাম স্থিতিশীল রাখতে পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে। এরপরই দেশের পাইকারি বাজারে বাড়তে থাকে নিত্যপণ্যটির দাম, যার প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। দাম বাড়ার দৌড়ে দেশি পেঁয়াজের চেয়ে এগিয়ে রয়েছে ভারতীয় পেঁয়াজ। গত পাঁচ-ছয় দিনে আমদানি করা এ পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণের কাছাকাছি।

পাঁচ-ছয় দিন আগে ভারতীয় পেঁয়াজ খুচরায় বিক্রি হয়েছিল ৪৫ থেকে ৫০ টাকায়। দেশি পেঁয়াজ আগে থেকেই বাড়তি দরে বিক্রি হলেও ভারতীয় পেঁয়াজের দামের প্রভাব পড়েছে এর ওপর। চার-পাঁচ দিন আগে দেশি পেঁয়াজের কেজি বিক্রি হয়েছিল ৭০ থেকে ৮০ টাকা দরে।

ঢাকার শ্যামবাজারের পাইকারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মাজেদ বলেন, ভারত রপ্তানিতে শুল্ক আরোপ করার কারণে দেশের বাজারে প্রভাব পড়েছে। কারণ, দেশের আমদানিকারকদের এখন ৪০ শতাংশ বেশি দাম দিয়ে আমদানি করতে হচ্ছে। 

সংবাদটি পঠিতঃ ৫৫ বার


ভারপ্রাপ্ত সম্পাদক: ফোরকান হোসেন
উপদেষ্টা সম্পাদক: এডভোকেট আনিসুর রহমান

৪৯/১/এ, পুরানা পল্টন লেন, চতুর্থ তলা, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৫৫২৩৯৯২২৯
ইমেইল: ekhonpress@gmail.com

Design & Developed By IFTI IT