আন্তর্জাতিক ডেস্ক 
প্রকাশিতঃ ০৭ জুলাই ২০২৫ ০৯:৩৭:০৮ পূর্বাহ্ন
ট্রাম্প যাচ্ছেন না, তিনি দীর্ঘ সময় ধরে থাকবেন!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জর্জ ওয়াশিংটন ও আব্রাহাম লিংকনের সঙ্গে তুলনা করেছেন তার সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন। জর্জ ওয়াশিংটন মার্কিন জাতির পিতা ও দেশটির প্রথম রাষ্ট্রপতি। আর আব্রাহাম লিঙ্কন ছিলেন দেশটির ১৬তম রাষ্ট্রপতি ও দাস প্রথা বিলোপকারী কিংবদন্তি নেতা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যানন দাবি করেন, ট্রাম্প ইতিহাসের এমন এক ‘বিশ্ব-ঐতিহাসিক’ নেতা যার গুরুত্ব জর্জ ওয়াশিংটন ও আব্রাহাম লিঙ্কনের সমপর্যায়ের। তিনি বলেন, ট্রাম্প যাচ্ছেন না। তিনি দীর্ঘ সময় ধরে আমেরিকার হৃদয়ে থাকবেন।

তিনি আরও বলেন, ট্রাম্প ২০২৮ সালে তৃতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট পদে লড়াই করবেন এবং জয়ী হবেন। যদিও মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না, তবু ব্যানন মনে করেন ট্রাম্প নিয়ম ভেঙে ইতিহাস সৃষ্টি করবেন।

ব্যাননের এ বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন ট্রাম্পের নির্বাচনী প্রচারদল ইতোমধ্যেই ‘ট্রাম্প ২০২৮’ ও ‘রিরাইট দ্য রুলস’ লেখা পণ্য বাজারজাত করছে, যা ট্রাম্পের তৃতীয় মেয়াদে লড়াইয়ের গুঞ্জন বাড়িয়েছে।


যদিও ট্রাম্প নিজে বলেছেন, আমার চার বছর সময় লাগবে এবং এ চার বছর যথেষ্ট হবে অসাধারণ কিছু করার জন্য।

তিনি আরও বলেন, ভবিষ্যতে তিনি ক্ষমতা একটি ‘মহান রিপাবলিকান’-এর হাতে তুলে দিতে চান। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম উল্লেখ করেছেন।

তবে ডেমোক্র্যাটদের সঙ্গে ট্রাম্পের রাজনৈতিক সংঘর্ষ আরও তীব্র হয়েছে। সম্প্রতি তার ব্যাপক অভিবাসীবিরোধী অভিযান ডেমোক্র্যাট-শাসিত শহরগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এদিকে এক সাম্প্রতিক ‘ইউগভ’ জরিপে দেখা গেছে, ৪০% আমেরিকান বিশ্বাস করেন আগামী দশকে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের সম্ভাবনা রয়েছে। 


প্রকাশকঃ- মোঃ সাইদুল ইসলাম রেজা

মিরপুর ১০ ,ঢাকা-১২১৬, ইমেইলঃ news.muktobani@gmail.com টেকনিকালঃ 01511 100004, নিউজ রুমঃ 01552 601805