প্রভাতী নিউজ অনলাইনঃ
প্রকাশিতঃ ১১ মার্চ ২০১৯ ০৮:২৬:৩০ পূর্বাহ্ন
কেন বঙ্গবন্ধু মেডিক্যালে চিকিৎসা নিতে রাজি নন খালেদা জিয়া

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নয়, ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে চান কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

গতকাল দুপুরে বিএসএমএমইউর কেবিন ব্লকের সামনে বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আহ্বায়ক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার সাংবাদিকদের কাছে এ কথা জানান।

গতকাল বিএসএমএমইউতে নেয়ার কথা ছিল অসুস্থ খালেদা জিয়াকে। সকাল থেকে হাসপাতাল এলাকায় সে ধরনের প্রস্তুতি লক্ষ করা গেছে। কিন্তু খালেদা জিয়া বিএসএমএমইউতে চিকিৎসা নিতে রাজি নন বলে জানা গেছে। 

বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন সাংবাদিকদের বলেছেন, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার এখানে আসার কথা ছিল। উনি আজকে আসবেন না। আমরা যেকোনো সময়ে উনাকে এখানে চিকিৎসা সেবার দেয়ার জন্য প্রস্তুত। 
খালেদা জিয়া কেন আসবেন না এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাকে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন যে, উনি (খালেদা জিয়া) আসবেন না। আমাদের এখানে উনার জন্য প্রস্তুত ছিলাম, আমাদের মেডিক্যাল বোর্ডও প্রস্তুত ছিল, কেবিন প্রস্তুত ছিল উনার জন্য এবং উনি এলে আমরা চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতাম যথাযথভাবে।

গত ২৮ ফেব্রুয়ারি কারাগারে খালেদা জিয়াকে দেখতে মেডিক্যাল বোর্ড গিয়েছিল জানিয়ে পরিচালক জানান, কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন সেগুলো ফলোআপ পরীক্ষা করতেই উনার বিএসএমএমইউতে আসার জন্য বোর্ড বলেছে।

প্রভাতী নিউজ / মহসিন


প্রকাশকঃ- মোঃ সাইদুল ইসলাম রেজা

মিরপুর ১০ ,ঢাকা-১২১৬, ইমেইলঃ news.muktobani@gmail.com টেকনিকালঃ 01511 100004, নিউজ রুমঃ 01552 601805