প্রকাশিতঃ ০১ মার্চ ২০১৯ ০৯:১৬:০৯ পূর্বাহ্ন
সাবেক স্ত্রী সুজানের সঙ্গে হৃত্বিকের নতুন প্রেম!

বলিউড স্টার হৃত্বিক রোশন নতুন করে সাবেক স্ত্রী সুজান খানের সঙ্গে প্রেমে মজেছেন বলে জোর গুঞ্জন চলছে।


বিয়ের ১৪ বছর পর ২০১৪ সালে হৃত্বিক ও সুজানের বিবাহ বিচ্ছেদ হয়। বিয়েরও তিন বছর আগে থেকে তাদের সম্পর্ক ছিল।

ইন্টিরিয়র ডিজাইনার হিসাবে ইতিমধ্যে বেশ নামডাক তৈরি করে ফেলেছেন সুসান খান ।

সম্প্রতি তিনি দ্য চারকোল প্রোজেক্ট নামে একটি সংস্থায় কাজ করছেন। সেই কাজের কয়েক ঝলক তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়ও।

আর তা দেখেই সাবেক স্বামী হৃত্বিক রোশন ‘বিউটিফুল' বলে মন্তব্য করে তার কাজের প্রশংসা করেন।

হালে গুঞ্জন শোনা যাচ্ছে তাদের আরও কাছাকাছি আসার। হৃদান ও রেহান নামে তাদের দুই ছেলে রয়েছে।

প্রভাতী নিউজ / জি এস


প্রকাশকঃ- মোঃ সাইদুল ইসলাম রেজা

মিরপুর ১০ ,ঢাকা-১২১৬, ইমেইলঃ news.muktobani@gmail.com টেকনিকালঃ 01511 100004, নিউজ রুমঃ 01552 601805