প্রকাশিতঃ ০১ মার্চ ২০১৯ ০৯:১৮:৪৮ পূর্বাহ্ন
এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ক্যাটরিনা !

আনুশকা, সোনম, দীপিকা ও প্রিয়াঙ্কার পর এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ক্যাটরিনা কাইফ। সব ঠিকঠাক থাকলে এ বছরই নাকি ক্যাট বিয়ে করবেন- এমনটাই গুঞ্জন ছড়িয়েছে বলিপাড়ায়।

অন্যদিকে খুবর শিগগিরই আলিয়া ভাটও নাকি বিয়ে করছেন বলে শোনা যাচ্ছে।

ক্যাটরিনা তার সাবেক প্রেমিক সালমান খানের সঙ্গে ‘ভারত’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এ কারণে অনেকেই ধারণা করছেন, আবারও তাদের পুরনো প্রেম জোড়া লেগেছে।

তবে কাকে বিয়ে করছেন ক্যাটরিনা, এ বিষয়ে এখনো খোলাসা করেননি তিনি। তবে তার ভাষ্য, এখনোই বিষয়টি জানাতে চান না তিনি।

২০১৯ সালে কী কী চান? সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমন প্রশ্নে ক্যাটরিনা জানান, একটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ও নিজের প্রোডাকশন হাউস চাই। আর সিঙ্গেল থাকতে চাই না।

সেই থেকে বলিউডে গুঞ্জন, এ বছরই বিয়ে করছেন ক্যাটরিনা। এরপর থেকে বিভিন্ন সাক্ষাৎকারে তাকে এ নিয়ে প্রশ্নও করা হয়।

ক্যাটরিনার জবাব, এ বছরের এখনো আরও অনেক সময় পড়ে আছে। এখনই কোনো সিদ্ধান্ত জানাতে চাই না। বিয়ে যদি হয় সেটি সবাই জানবে। এর আগে প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে বিয়ের খবর প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু শেষমেশ তা আর বিয়েতে গড়ায়নি। ভেঙে যায় তাদের সম্পর্ক।

প্রভাতী নিউজ / জি এস


প্রকাশকঃ- মোঃ সাইদুল ইসলাম রেজা

মিরপুর ১০ ,ঢাকা-১২১৬, ইমেইলঃ news.muktobani@gmail.com টেকনিকালঃ 01511 100004, নিউজ রুমঃ 01552 601805