আর্কাইভ | ঢাকা, শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ ০৩:৫১:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ শুধু নির্বাচন নয়, আরও অনেক বিষয়ে কথা বলবে বিএনপি * লালপুরে স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন * শেখ হাসিনা, রেহানা, টিউলিপ, রাদওয়ানসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা * আগামী ২০২৫-২৬ অর্থবছর থেকে সবার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক * ডলার ইনডেক্সের মান তিন বছরের মধ্যে সর্বনিম্ন * পহেলা বৈশাখে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক * টাস্কফোর্সের সভা আজ শেখ পরিবারসহ ১১ শিল্পগোষ্ঠীর বিদেশে বিপুল সম্পদের খোঁজ * যুদ্ধ বন্ধের দাবিতে নতুনধারার গণস্বাক্ষর ও উঠান বৈঠক * ভারত থেকে এলো ৩৬ হাজার টন চাল * পহেলা বৈশাখে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির শঙ্কা * তথ্য উপদেষ্টার সাথে তুরস্কের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ * ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে প্রকম্পিত ঢাকা * আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে “মার্চ ফর গাজা” * স্ত্রীকে তালাক দিয়ে আধা মণ দুধ দিয়ে গোসল স্বামীর * পহেলা বৈশাখে চার ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন * ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি দেয়ার পরিকল্পনাকে ‘গুরুত্বপূর্ণ’ বলল হামাস * এক্স অ্যাকাউন্ট ব্যবহারের নতুন নিয়ম, যা মানতে হবে ব্যবহারকারীদের * গাজায় ঢুকছে না ত্রাণবাহী গাড়ি, অনাহারে-মৃত্যু * মায়ের সঙ্গে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের * বাজারে সক্রিয় সিন্ডিকেট কৌশলে আবারো বাড়ানো হচ্ছে নিত্যপণ্যের দাম
Photo
স্টাফ রিপোর্টার
ঢাকা, প্রকাশিতঃ
২৪ জুলাই ২০২৫
০৬:৩৪:৫৬ পূর্বাহ্ন
আপডেটঃ
২৫ জুলাই ২০২৫
০৮:২৬:৪৩ পূর্বাহ্ন
                       

জনগণের মধ্যে ইসলামের প্রতি হৃদ্যতা সৃষ্টি হয়েছে: রেজাউল করিম


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, যদি দেশপ্রেমিকরা একত্রিত হয়ে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে এবং দেশের পক্ষে আওয়াজ তুলতে পারে, তাহলে হক আসবে, বাতিল দূর হবে, আলো আসবে এবং অন্ধকার দূর হবে। আমরা যদি একত্রিত হতে পারি, ক্ষমতাপ্রেমী কেউ দেশে থাকতে পারবেন না, তারা বাধ্য হবে দেশ ছেড়ে পালাতে।

তিনি আরও বলেন, আমরা ইসলামের মর্মবাণী, দেশ গড়ার উদ্দেশ্যে কাজ করতে পারলে, বাংলাদেশের ভবিষ্যৎ বিপথে যাবে না। আমাদের দেশে আগাছা মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। 


বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আয়োজিত বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশের জনগণের মধ্যে ইসলামের প্রতি একটি হৃদ্যতা সৃষ্টি হয়েছে। এই হৃদ্যতাকে কাজে লাগাতে হবে। আমরা জানাচ্ছি যে, আমরা ইসলামের পক্ষে জনগণের সমর্থন নিয়ে একত্রিত হয়ে কাজ করবো।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর দেশে যে অভ্যুত্থান হয়েছিল, এরপর যারা দেশ পরিচালনা করেছেন, তাদের মাধ্যমেই দেশ আবার সুন্দর হবে—এমন চিন্তা করা বোকামি। তারা তো পরীক্ষিত, নতুনভাবে আবার কি পরীক্ষা দেবে? এজন্যই আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা একত্রিত হয়ে দেশকে সুন্দরভাবে গঠন করি, বাস্তবায়ন করি প্রয়োজনীয় সংস্কার, দৃশ্যমান বিচার এবং জাতীয় নির্বাচন।

তিনি বলেন, বাংলাদেশে আর কোনো বৈষম্য হবে না, এটা আমাদের দাবি। আমাদের ইতিহাস এবং ইসলামের শিক্ষা এটাই বলে।


এ সময় মুফতি রেজাউল করিম বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ৫৩ বছরের মধ্যে যারা ক্ষমতায় এসেছে, তারা শুধু জনগণকে ধোঁকা দিয়েছে। চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, গুম-খুন, স্বৈরাচার, ফ্যাসিজম—এগুলো থেকে মুক্তি পেতে চায় বাংলাদেশ। আমাদের প্রথম দাবি গণহত্যার বিচার, তারপর সংস্কার, এবং শেষে জাতীয় নির্বাচন হবে, যা হবে অবশ্যই পিআর পদ্ধতিতে। কোনোভাবেই বাংলাদেশে আর স্বৈরাচার বা ফ্যাসিজম প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ।

এদিনের সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, পিরোজপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নজরুল আহসান, ইসলামী যুব আন্দোলন পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাফিজুল ইসলাম এবং জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম।

সংবাদটি পঠিতঃ ৭৪ বার


নির্বাহী সম্পাদকঃ আয়শা ছিদ্দিকা মনি

প্রকাশকঃ- মোঃ সাইদুল ইসলাম রেজা

মিরপুর ১০ ,ঢাকা-১২১৬, ইমেইলঃ news.muktobani@gmail.com টেকনিকালঃ 01511 100004, নিউজ রুমঃ 01552 601805

Design & Developed By IFTI IT