ব্রেকিং নিউজঃ |
নব আলো : বনানীর সেই বহুতল ভবন এফআর টাওয়ার পরিদর্শনে গিয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এস এম রেজাউল করিম শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘আমার কাছে মনে হয়েছে এটা তাদের গাফিলতির কারণে… দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড।’ এর জন্য যেই দায়ী হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মন্ত্রীকে উদ্ধৃত করে লিখেছে, ‘তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব৷ তিনি যত প্রভাবশালীই হোন, বৃত্তে, ক্ষমতায়, পদপদবিতে তিনি যেই হোননা কেন, কাউকে ছাড় দেওয়া হবে না৷ অতীতের মতো করে নয়, কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে৷'’
এদিকে বনানীর এফআর টাওয়ারে জরুরি নির্গমন পথ বন্ধ ছিল৷ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন৷ তিনি বলেন, ‘এ কারণে উদ্ধার কাজেও সময় বেশি লেগেছে৷’
রাতভর অনুসন্ধান চালিয়ে বনানী বহুতল ভবনের অগ্নিকাণ্ডের উদ্ধার তৎপরতার সমাপ্তি ঘোষণা করা হয়েছে৷ এই ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে পুলিশ৷
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মোশতাক আহমেদ সাংবাদিকদের জানান, ২৪ জনের মরদেহ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে৷ একজনকে শনাক্ত করা যায়নি বলে বার্তা সংস্থা এপিকে জানান তিনি৷ বলেন, এখন পর্যন্ত স্বজনদের কাছ থেকে কারো নিখোঁজ থাকার তথ্য মেলেনি৷ তবে কেউ এমন দাবি করলে তাঁরা তা খতিয়ে দেখবেন৷
ফায়ার সার্ভিসের প্রধান সাজ্জাদ হোসন বলেন, ‘আমরা উদ্ধার অভিযান শেষ করে ভবনটি সকালেই মালিকের কাছে বুঝিয়ে দিয়েছি৷’রাতে নতুন করে কোনো হতাহতের সন্ধান মেলেনি বলেও জানান তিনি।
বৃহস্পতিবার ঢাকার বনানীর ২২ তলা ভবন ফারুক রূপায়ন টাওয়ারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ এতে ২৫ জনের প্রাণহাণির পাশাপাশি ৭০ জন আহত হয়েছেন৷ আহতদের বেশিরভাগকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে৷ ফায়ার সার্ভিস ও সশস্ত্র বাহিনীর সদস্যদের ছয় ঘণ্টার প্রচেষ্টায় সেখানকার আগুন নেভানো সম্ভব হয়৷
ভবনের নয়তলা থেকে আগুনের উৎপত্তি হয়েছিল বলে জানা গেছে৷ তিনটি তলা পুরোপুরি ভস্মিভূত হয়েছে৷ অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে শতাধিক মানুষ আটকা পড়েন৷ যাদের অনেকে বাঁচার জন্য জানালা দিয়ে লাফ দেন৷
অগ্নিকাণ্ডের সময় ভবনটির জরুরি নির্গমন পথ বন্ধ ছিল৷ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বৃহস্পতিবার এই তথ্য জানান৷ তিনি বলেন, ‘এ কারণে উদ্ধার কাজেও সময় বেশি লেগেছে৷'’
সংবাদটি পঠিতঃ ১৫৪ বার