আর্কাইভ | ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ ১২:৩৯:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ শুধু নির্বাচন নয়, আরও অনেক বিষয়ে কথা বলবে বিএনপি * লালপুরে স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন * শেখ হাসিনা, রেহানা, টিউলিপ, রাদওয়ানসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা * আগামী ২০২৫-২৬ অর্থবছর থেকে সবার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক * ডলার ইনডেক্সের মান তিন বছরের মধ্যে সর্বনিম্ন * পহেলা বৈশাখে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক * টাস্কফোর্সের সভা আজ শেখ পরিবারসহ ১১ শিল্পগোষ্ঠীর বিদেশে বিপুল সম্পদের খোঁজ * যুদ্ধ বন্ধের দাবিতে নতুনধারার গণস্বাক্ষর ও উঠান বৈঠক * ভারত থেকে এলো ৩৬ হাজার টন চাল * পহেলা বৈশাখে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির শঙ্কা * তথ্য উপদেষ্টার সাথে তুরস্কের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ * ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে প্রকম্পিত ঢাকা * আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে “মার্চ ফর গাজা” * স্ত্রীকে তালাক দিয়ে আধা মণ দুধ দিয়ে গোসল স্বামীর * পহেলা বৈশাখে চার ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন * ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি দেয়ার পরিকল্পনাকে ‘গুরুত্বপূর্ণ’ বলল হামাস * এক্স অ্যাকাউন্ট ব্যবহারের নতুন নিয়ম, যা মানতে হবে ব্যবহারকারীদের * গাজায় ঢুকছে না ত্রাণবাহী গাড়ি, অনাহারে-মৃত্যু * মায়ের সঙ্গে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের * বাজারে সক্রিয় সিন্ডিকেট কৌশলে আবারো বাড়ানো হচ্ছে নিত্যপণ্যের দাম
Photo
স্টাফ রিপোর্টার, নব আলো
ঢাকা, প্রকাশিতঃ
০১ এপ্রিল ২০১৯
১০:৫৩:১৩ পূর্বাহ্ন
                       

ঝড় ও বজ্রপাতে সারাদেশে নিহত ১১, সপ্তাহজুড়ে কালবৈশাখীর শঙ্কা 


নব আলো : সারাদেশে ঝড় ও বজ্রপাতে  নিহত ১১ জন নিহত হয়েছে। আজকেও দমকা/ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই সাথে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি। সোমবার সকাল ৯টায় এমন তথ্য দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।  জানান, আজ রাত ১২ টা থেকে পরবর্তী ৯ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা/ঝড়োহাওয়া ও শিলাবৃষ্টিসহ বৃষ্টি/ বজ্রবৃষ্টি হতে পারে। তিনি আরও জানান, রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত ঢাকায় ৩৮ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের তথ্য বলছে, এই সপ্তাহের বাকি দিনগুলোতে দেশের কোথাও না কোথাও কালবৈশাখী ঝড় হবে। ৯ এপ্রিল পর্যন্ত আবহাওয়ার এই অবস্থা থাকবে। অবশ্য মাঝখানে চার ও পাঁচ এপ্রিল কিছুটা ভালো থাকতে পারে। 

এরআগে রোববার সন্ধ্যায় দমকা হাওয়ার সঙ্গে ধূলিঝড় শুরু হয়। পরে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। তারপর শুরু প্রচণ্ড ঝড়, সঙ্গে কোনো কোনো এলাকায় শিলাবৃষ্টি। বৈশাখের আগেই রাতে কালবৈশাখীর কবলে পড়েছে রাজধানী। আর তাতে প্রাণ গেছে চারজনের। এ ছাড়া বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবে মারা গেছেন দুজন। এদিকে দিনের বিভিন্ন সময়ে ঢাকার বাইরে চার জেলায় আকস্মিক বজ্রপাতে পাঁচজন মারা গেছেন। এর মধ্যে মৌলভীবাজারে দুইজন, নেত্রকোনায় একজন, কিশোরগঞ্জে একজন ও সুনামগঞ্জে একজন।

রোববার  সন্ধ্যায় রাজধানীতে ঝড় বৃষ্টির সময় বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে, বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। কোন কোন এলাকায় বিদ্যুতের তার ছিড়ে যায়। কয়েকটি এলাকায় গাছ ভেঙে পড়ে প্রাইভেটকার, অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। এতে নিহত হন চারজন। তাঁদের একজন চা দোকানি মো. হানিফ (৪৫) মাথায় ইট পড়ে মারা গেছেন পল্টন মোড়ে। আর মিরপুরের পশ্চিম শেওড়া পাড়ার ভবন থেকে ইট পড়ে মারা গেছেন দুলাল (৪০) নামে এক গাড়িচালক। মিলি ডি কস্তা (৬০) নামের এক নারী গাছের ডাল পড়ে নিহত হয়েছেন সংসদ ভবন এলাকায়। হাসান নামের আরেকজন মাথায় ইট পড়ে নিহত হয়েছেন কদমতলীতে।

আহতদের মধ্যে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রবি, ওমর ও মাহফুজ। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের এসএম হলের আবাসিক ছাত্র। অন্যরা হলেন- আল আমিন (১৫), আল আমিন (২১), আল আমিন (১৮), ওবায়দুল (১৪), ইবু (১৪), জোনায়েদ (১৫), আব্দুল খালেক (৫০), রাবেয়া (৩০), সাইফুল (৩০), বিল্লাল (৩৫), আবদুল আজিজ (২৮), মর্জিনা (১৮), আজিজ (৫১), মহিদুল (২৫), হোসেন (১৬)। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা নিয়েছে।

পুলিশ জানায়, সন্ধ্যা সোয়া ৬ টার দিকে পল্টন মোড়ে চা দোকানি হানিফের মাথায় ইট পড়লে গুরুতর আহত হন তিনি। তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এক পুলিশ কর্মকর্তা জানান, পল্টন মোড়ে একটি বহুতল ভবনের (মল্লিক কমপ্লেক্স) ওপর থেকে বেশ কয়েকটি ইট চা দোকানি হানিফের ওপরে পড়ে। তিনি সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। পুলিশ তাঁকে উদ্ধার করে। হানিফের বাড়ি বরিশালের মেহেদীগঞ্জ উপজেলার উলাদিয়া গ্রামে।

পুলিশ জানায়, ঝড়ের সময় সংসদ ভবন এলাকায় গাছ ভেঙে পড়ে মিলি ডি কস্তা নিহত হয়েছেন। তাঁর বাসা মনিপুরি পাড়ায়।

একইদিনে ঝড়ের মধ্যে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবেও এক নারী ও তাঁর ছেলের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় তাত্ক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। 

কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ জুবায়ের সাংবাদিকদের বলেন, কেরানীগঞ্জের মাদারীপুর ঘাট দিয়ে কামরাঙ্গীর চরে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে নৌকাটি।

অন্যদিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উত্তর পতনউষার গ্রামের বজ্রপাতে দুই বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ওই গ্রামের দিনমজুর জুনেদ মিয়ার ছয় বছরের শিশুকন্যা সাদিয়া আক্তার ও চার বছরের মুন্নী আক্তার।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রামবাসীর বরাত দিয়ে তিনি জানান, গতকাল রবিবার সকালে সাদিয়া, মুন্নীসহ তিন শিশু বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় বজ্রপাতে দুই শিশু গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে বজ্রপাতে আসর আলী (৬৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  

এলাকাবাসীর বরাত দিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফখরুজ্জামান জুয়েল জানান, গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টিপাত শুরু হলে বাড়ির উঠানে গৃহস্থালীর কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে নিহত হন বাহাদুরপুর গ্রামের আসর আলী।

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বজ্রপাতে রাব্বি মিয়া (১৮) নামের একজন নিহত হয়েছে। আহত হয়েছে রোকন মিয়া (২১) নামের আরও একজন। 

নিহত রাব্বি মিয়া উপজেলার নয়ানন্দী হাটি গ্রামের কাদির মিয়ার ছেলে।

এ ছাড়াও সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ হাওরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে দেলোয়ার হোসেন নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত দেলোয়ার হোসেন উপজেলা সদর ইউনিয়নের কাশিপুর গ্রামের জহর মিয়ার ছেলে।

সংবাদটি পঠিতঃ ২২৩ বার


নির্বাহী সম্পাদকঃ আয়শা ছিদ্দিকা মনি

প্রকাশকঃ- মোঃ সাইদুল ইসলাম রেজা

মিরপুর ১০ ,ঢাকা-১২১৬, ইমেইলঃ news.muktobani@gmail.com টেকনিকালঃ 01511 100004, নিউজ রুমঃ 01552 601805

Design & Developed By IFTI IT