ব্রেকিং নিউজঃ |
আজ শনিবার( ০৯/০৩/১৯) অনুষ্ঠিত হলো বাংলাদেশের বৃহত্তম চিনিকল কেরু এ্যাণ্ড কোম্পানী বাংলাদেশ লিমিটেডের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রচারণা শেষে আজ সকাল ৯ টায় ভোটগ্রহন শুরু হয়ে বিকাল ৩ টায় শেষ হয় ।
অদ্য নির্বাচনে শ্রমিক সংগঠনগুলো দুটি প্যানেলে বিভক্ত হয়ে প্রতিযোগিতা করে। ভোটগ্রহন শেষে ভোটগণনার কাজ চলে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। ফলাফলে দেখা যায় তৈয়ব -মাসুদ প্যানেল থেকে মোঃ তৈয়ব আলী ৪২৬ ভোট পেয়ে সভাপতি, মোঃ মাসুদুর রহমান মাসুদ ৪৫৮ ভোট পেয়ে সম্পাদক এবং মোঃ খবির উদ্দীন ৩৯৭ ভোট পেয়ে সহ- সম্পাদক নির্বাচিত হয়েছেন। সবুজ- প্রিন্স প্যানেল থেকে শুধু মাত্র মোস্তাফিজুর রহমান সহ- সভাপতি নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদের নিকটতম প্রতিদ্বন্দী ফিরোজ আহমেদ সবুজ পেয়েছেন ৩৫৯ ভোট এবং সম্পাদক পদের প্রতিদ্বন্দী মনিরুল ইসলাম প্রিন্স পেয়েছেন ৪২৯ ভোট। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর অধীনস্ত কেরু এ্যাণ্ড কোম্পানীর নির্বাচন অত্র এলাকায় ব্যাপক প্রভাব ফেলে। সকলের দৃষ্টি থাকে এ নির্বাচনের দিকে।নির্বাচিত প্রতিনিধীগণ আগামী দু- বছর শ্রমিক ও কর্মচারীদের পক্ষে ব্যাবস্হাপনা কর্তৃপক্ষের সাথে দর কষাকষির মাধ্যমে শ্রমিক স্বার্থ সুরক্ষায় কাজ করবে। উল্লেখ্য যে, বিগত পরিষদের সভাপতি,সম্পাদক ও সহ- সম্পাদক এ নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়েছেন। শ্রমিক স্বার্থ-সুরক্ষার পাশাপাশি প্রতিনিধীগণ চিনিকলের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে এলাকাবাসি আশা করে।
প্রভাতী নিউজ / জি এস
সংবাদটি পঠিতঃ ১১১ বার