আর্কাইভ | ঢাকা, সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০, ১৬ রবিউল আউয়াল ১৪৪৫ ০১:৩৯:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ ‘আন্দোলনের বারোটা বাজিয়ে বিএনর পিশোকের মিছিল’ * কোরআন অবমাননা ঠেকাতে ডেনমার্কে নতুন আইন * রোহিঙ্গাদের প্রশ্ন, ন্যায়বিচারের পথ এত কঠিন কেন * গ্রেফতারের পর যে শর্তে ছাড়া পেলেন ট্রাম্প * ‘প্রিগোজিনের মৃত্যু হয়েছে রাশিয়ার বিশ্বাসঘাতকদের কারণে ’ * জেলেনস্কির স্বীকারোক্তি: রুশবিরোধী পাল্টা অভিযান খুবই কঠিন কাজ * ব্রিকসে যোগ দিতে ছয় দেশকে আমন্ত্রণ, ডাক পায়নি বাংলাদেশ * বাংলাদেশে বাইরের হস্তক্ষেপ নিয়ে যা বললেন শি জিনপিং * আন্তর্জাতিক আদালতই কি ইমরান খানের শেষ ভরসা?  * বিএসএফের গুলিতে নিহতের লাশ এলো ৭৮ দিন পর * দেশি পেঁয়াজ শতকের ঘরে  * 'জাতীয় পার্টিতে রওশন নাটক'  * এআই কি মানুষের কাজ কেড়ে নেবে? * বিএনপির মধ্যে অস্থিরতা লক্ষ্য করছি: তথ্যমন্ত্রী * রাশিয়ার সুপারসনিক বোমারু বিমান ধ্বংস করলো ইউক্রেন * পশ্চিমতীরে দুই ইসরাইলি  নিহত * ‘আমেরিকানরা ভালোভাবেই চেন’ * সৌদি সীমান্তে শত শত মানুষকে গুলি করে হত্যা!  * ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা * দুই স্ত্রী যেভাবে ভাগাভাগি' করলো স্বামীকে 
Photo
স্টাফ রিপোর্টার
ঢাকা, প্রকাশিতঃ
০৮ জানুয়ারী ২০২৩
০৫:১১:৪৭ পূর্বাহ্ন
                       

শীতের তীব্রতা আরও বাড়তে পারে


 

রাজধানী ঢাকাও সারা দেশের মতো শীতে কাঁপছে । এতে বিপাকে পড়েছে সব শ্রেণিপেশার মানুষ। গতকাল শনিবার (৭ জানুয়ারি) এখানে সূর্যের দেখা মেলেনি, ছিল শীতল বাতাস। যদিও রোববার উঁকি দিয়েছে সূর্য। তবে, কমেনি শীতের তীব্রতা। নগরবাসী বলছে, টানা কয়েকদিন ধরে চলা এমন তীব্র শীত অনেকদিন পর সহ্য করতে হচ্ছে।


শনিবার রাজধানীর তাপমাত্রা নেমে আসে সাড়ে ১১ ডিগ্রি সেলসিয়াসে, যা আজ একটু বেড়ে দাঁড়িয়েছে ১২ দশিমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল সারা দিন সূর্যের দেখা না মিললেও আজ বেলা ১২টার পর থেকে রাজধানীর আকাশে দেখা মেলে সূর্যের। কিন্তু, শীতের অনুভূতি কমেনি এতটুকু। এদিন আজ রোববার যশোর ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন সাত দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটাই সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

রাজধানীতে বসবাস করেন আব্দুল হালিম। তিনি বলছিলেন, ‘এমন শীতের আবহাওয়া আমি ঢাকায় এক যুগেও দেখিনি। সব সময় ভেবে এসেছি, ঢাকায় কখনো বেশি শীত পড়বে না। কিন্তু, সে ধারনা এবার ভেঙে গেছে।’

নাজমুল হুদা নামের এক বেসরকারি চাকরিজীবী বলছিলেন, ‘এবার শীতের শুরুতে একদিন মা বলছিলেন লেপ পাঠিয়ে দেওয়ার কথা। আমি হেসে হেসে মাকে বলেছিলাম, তুমি কি পাগল হয়ে গেছ? ঢাকায় একটা কাঁথা গায়ে দিলেও ফ্যান চালাতে হয় শীতের সময়। লেপ দিয়ে কী করব? অথচ, আজ আমার মনে হচ্ছে, এবার ঢাকায় লেপেরই দরকার ছিল।’

এদিকে, শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিপ্তর বলছে, সারা দেশে শৈত্যপ্রবাহ আরও বাড়বে। অন্যদিকে, হাসপাতালে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা।

আবহাওয়া অফিস জানিয়েছে, কয়েকদিন ধরে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসার পাশাপাশি উত্তরের হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। রোববারও দেশের অন্তত ২১ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি আরও কয়েকদিন চলবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশীদ। তিনি বলেছেন, ‘আমরা আশা করছি, ১১-১২ জানুয়ারির দিকে শীতের তীব্রতা কিছুটা কমে আসবে।’

সংবাদটি পঠিতঃ ১০১ বার


ভারপ্রাপ্ত সম্পাদক: ফোরকান হোসেন
উপদেষ্টা সম্পাদক: এডভোকেট আনিসুর রহমান

৪৯/১/এ, পুরানা পল্টন লেন, চতুর্থ তলা, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৫৫২৩৯৯২২৯
ইমেইল: ekhonpress@gmail.com

Design & Developed By IFTI IT