ব্রেকিং নিউজঃ |
নব আলো : ঢাকায় সুপ্রভাত বাসের চাপায় বিশ্ববিদ্যারয়ের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী হত্যা রহস্য উম্মোচন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসচালকের সহকারী ইয়াসিনকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।
জানা গেছে, দুর্ঘটনার সময় গ্রেফতার সুপ্রভাত বাসের চালকের সহকারী ওই বাসটিতে চালকের আসনে ছিল। বাসচাপায় আবরারের মৃত্যুর পর গা ঢাকা দেন ইয়াসিন। এর আগে চালক সিরাজুল ইসলামকে (২৪) আটক করা হয়। ডিবি উত্তরের ডিসি মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ওবায়েদুর রহমান জানান, আবরার হত্যা মামলার রহস্য উদ্ঘাটন হয়েছে। গ্রেফতার করা হয়েছে সুপ্রভাত বাসের চালকের সহকারীকে। এ বিষয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
গত মঙ্গলবার সকালে প্রগতি সরণি এলাকায় সুপ্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হন। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। টানা দুদিন চলে এ বিক্ষোভ। এ সময় তারা ৮ দফা দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
তাদের পরিপ্রেক্ষিতে সুপ্রভাত ও জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল করে চলাচল বন্ধ রাখা হয়েছে।